সাত সকালেই চাকদায় কাঠের মিস্তিরির বাড়িতে ইডি হানা

নিউজ ডেস্ক ::শীতের শুরুতেই আবার শীত গুম ভেঙে সক্রিয় ইডি। সোমবার সকালেই নদিয়ার চাকদার পরারি গ্রামে পৌঁছে যায় ইডি টিম। সোজা গিয়ে হাজির হন বিপ্লব সরকার নামে এক কাঠ মিস্ত্রির বাড়িতে। আপাতদৃষ্টিতে অতি সাধারণ দেখতে এই মাটির বাড়িতে ঢুকেই শুরু হয় তল্লাশি। ইডি টিমের হাতে এসেছে পাসপোর্টও। কোথা থেকে, কীভাবে তৈরি করা হয়েছে এই পাসপোর্ট, তা খতিয়ে দেখছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। পাসপোর্ট ব্যবহার করে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে। সেই সময় ইডি আজাদের সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে তল্লাশি চালিয়েছিল। আজকের তল্লাশিও সেই সূত্র ধরেই।

সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্ত গ্রেফতার হয় পাসপোর্ট জালিয়াতির মামলায়। আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল ইন্দুভূষণ।এই ইন্দুভূষণের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে বিপ্লব সরকারের। জানা গিয়েছে, ভুয়ো পাসপোর্ট মামলায় ধৃত ইন্দুভূষণের চাকদহের সাইবার ক্যাফে থেকে প্রায় সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল। সেই সূত্র ধরেই বিপ্লব সরকারের বাড়িতে ইডির হানা। পেশায় কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করলেও, তাঁর বাংলাদেশি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তার কারণ, ইন্দ্রভুষণ বেশ কিছু ক্ষেত্রে নকল সচিত্র পরিচয় পত্র তৈরির করার কাজও চালাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *