নিউজ ডেস্ক ::আবার বন্ধুত্বের সুর ট্রাম্পের কন্ঠে। এবার ভারতকে সতর্ক করলো আমেরিকা। শুধু আমেরিকা নয় পাকিস্তান-চিনও পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে। তলে তলে পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান! এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়াও তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। ওই সাক্ষাৎকারে তিনি আবার দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ বন্ধ না করলে বহু মানুষের মৃত্যু হতে পারত। শুল্ক হুমকির কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, ‘আমি তাদের দুজনকেই বলেছি, যদি তোমরা না থামো, তাহলে আমেরিকার সঙ্গে তোমাদের কোনও ব্যবসা হবে না।’ সম্প্রতি, ৩৩ বছরের স্থগিতাদেশের পর আমেরিকার সেনা বাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এরপরেই তাঁর এই মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।
ট্রাম্পের এই সতর্কবার্তা ভারতের জন্য উদ্বেগজনক হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। দুই সীমান্তে পাকিস্তান এবং চিনের সঙ্গে সমস্যা অব্যাহত রয়েছে ভারতের। ট্রাম্পের দাবি শুধু আমেরিকাই নয়, অন্যান্য অনেক দেশ এই পরীক্ষা করছে। তিনি জানিয়েছেন, ‘রাশিয়া এবং চিনের পরীক্ষা করছে, কিন্তু তাঁরা এটা নিয়ে কথা বলে না। কিন্তু আমরা একটি উন্মুক্ত ব্যবস্থায় বিশ্বাসী। আমরা আলাদা। আমরা এটা নিয়ে কথা বলি। তাদের কাছে এমন কোনও সাংবাদিক নেই যারা এটা নিয়ে লিখবে।’ পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মাটির গভীরে এই পরীক্ষা করছে সবাই।
