ভারত পেতে চলেছে ১১৩টি তেজস যুদ্ধ বিমানের ইঞ্জিন – অনেকটাই ভীত পাকিস্তান

নিউজ ডেস্ক ::পাকিস্তান বার বার করে ভারতের উপর যুদ্ধ বাধিয়ে দিয়েছে। এবার ভারত নিজের শক্তি এমন জায়গায় নিয়ে গেলো যে পাকিস্তানকে ভাবতে হবে। দ্য হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল) এবং আমেরিকার জিই এরোস্পেসের মধ্যে শুক্রবার একটি চুক্তি হল। এই চুক্তি অনুযায়ী ১১৩টি F404-GE-IN20 জেট ইঞ্জিন পাবে ভারত। আর এই ইঞ্জিন লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের জন্য কেনা হয়েছে বলেই খবর। যার ফলে বাড়বে ভারতের সামরিক ক্ষমতা। সেই দেখেই ভয়ে কাঁপছে পাকিস্তান।
এই চুক্তি অনুযায়ী ২০২৭ সাল থেকে ইঞ্জিন পেতে শুরু করবে ভারত। ২০৩২ সালের মধ্যে সবকটি ইঞ্জিন ভারতের হাতে তুলে দেওয়া হবে। হ্যালের তরফে জানান বয়েছে, ৯৭টি কমব্যাট একএয়ারক্রাফ্ট (এলসিএ) এমকে১এ প্রোগ্রামের অধীনে এই ইঞ্জিন এবং সাপোর্ট প্যাকেজ ব্যবহার হবে।

আসলে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই প্রতিরক্ষা দফতর ৬২,৩৭০ কোটি টাকা একটি চুক্তি সেরে ফেলে হ্যাল-এর সঙ্গে। এক্ষেত্রে ৯৭টি তেজস তৈরি করার কন্ট্র্যাক্ট হয়। বায়ুসেনার হাতে সেরা অস্ত্র তুলে দেওয়ার জন্যই এই চুক্তি করে সরকার। মনে রাখতে হবে, ভারতীয় বায়ুসেনার কাছে উপস্থিত অনেক বিমানের বয়স হয়েছে। সেগুলি বদলে ফেলা প্রয়োজন। আর এই বিষয়টা অনুধাবন করেই মোদী সরকার ৯৭টি তেজস তৈরির বরাত দিয়েছে হ্যাল-এর কাছে। এই বিমানগুলি চলে এলেই ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষমতা আরও কয়েকগুণ বেড়ে যাবে। যা শুনে ইতিমধ্যেই ভয়ে কাঁপতে শুরু করেছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *