SIR এর নামে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল – শুভেন্দু

নিউজ ডেস্ক:: SIR এর ফর্ম বিলি বেশ ভালো ভাবেই হচ্ছে পশ্চিমবঙ্গে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় কাজের গতি ভালো বলেই জানিয়েছে কমিশন। এই পরিস্থিতিতেই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। SIR নিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল। মানুষকে বিভ্রান্ত করছে, দাবি শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টকেও নিশানা করেন শুভেন্দু। যেখানে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তিনি নিজের হাতে ফর্ম গ্রহণ করেননি। বাংলার সমস্ত নাগরিক ফর্ম পূরণ না করলে তিনি করবেন না বলেও জানিয়েছিলেন মমতা। এর বিরোধিতা করে শুভেন্দু প্রশ্ন করেন, ‘উনি সমস্ত নাগরিক বলতে কি চাইছেন? ভুয়ো ভোটাররাও ফর্ম ফিল-আপ করুক?’

শুভেন্দু আরও বলেন, “৩১ অক্টোবর SIR বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস SIR-কে গ্রহণ করেছিল। এদিকে বাইরে NRC বলে মুসলিম ও শরণার্থী হিন্দুদের তাতাচ্ছে। মিথ্যাচার করছে। মানুষকে বিভ্রান্ত করছে।” এই সংক্রান্ত সমস্ত প্রমাণ সহ তথ্যও দেখান শুভেন্দু।

শুভেন্দুর দাবি, BLO গৌতমবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন। তাঁর হাতে BLO ফর্ম তুলে দেন। তাদের মুখপত্রে এই খবর ছাপা হয়। শুভেন্দু এ-ও বলেন, “এর আগেও মুখ্যমন্ত্রী CAA-কে NRC বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। বিহারে যখন SIR ঘোষণা হয়, এরপর একুশে জুলাইয়ের সভা থেকে বাংলায় SIR করতে দেবেন না বলেছিলেন। দলের সেকেন্ড ম্যানও বলেছিলেন, লাখ লাখ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘিরে ফেলার হুমকি দিয়েছিলেন। এরপর SIR ঘোষণার পর থেকে নির্বাচন আধিকারিকদের ধমক দিচ্ছেন। SDO, BDO, ERO-দের সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। লাগাতার SIR-কে NRC বলা, SIR করতে দেব না বলে প্রচার করা চলছে।” তাঁর আরও দাবি, “এটি আসলে SIR নিয়ে দ্বিচারিতা। মানুষকে বিভ্রান্ত করে রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা SIR-এর নামে তাতচ্ছে, তারাই সই করে ফর্ম নিচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *