দমদম সাঁপুই পাড়ার অনেক পরিবার ঘরে তালা লাগিয়ে উধাও

নিউজ ডেস্ক ::এ ক্ষেত্রেও কারণ নাকি ‘SIR’। বিষয়টা কিছুতেই বোঝা যাচ্ছে না। কারা তাদের ভুল বোঝাচ্ছে তাও জানা যাচ্ছে না। কিন্তু আতঙ্ক ছাড়ছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত নামতেই রীতিমতো ঘর বন্ধ রেখে পালাচ্ছেন বাসিন্দারা। গতমাসের শেষে বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘোষণা করে নির্বাচন কমিশন। এনমুরেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এর মধ্যেই আতঙ্কে রাতের অন্ধকারে বহু এলাকা থেকে মানুষজন শহর ছেড়ে নাকি চলে যাচ্ছে। সেই চিত্রের অন্যথা হল না দমদম সাঁপুই পাড়া। দমদমের সাঁপুই পাড়া কলোনিতে প্রায় ৭০টিরও বেশি ঘর রয়েছে। কয়েকশ মানুষের বসবাস। অভিযোগ, এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হতেই ওই কলোনির অন্তত ১০টি ঘরের বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়েছে।

বহু বছর ধরেই দমদমের সাঁপুই পাড়া কলোনিতে বসবাস রেশমা বিবির। তিনি জানান, ”এসআইআর ঘোষণা হতেই ১০ টি ঘরের বাসিন্দারা চলে গেছে। কেউ থাকতেন পাঁচ বছর আবার কেউ দশ বছর।” এমনকী ২০ বছর ধরেও রয়েছেন এমন মানুষজন রাতের অন্ধকারে কলোনি ছেড়ে চলে গিয়েছে বলে দাবি রেশমা বিবির। তবে কে কোথায় গিয়েছে তা জানেন না বলেই জানান। তবে রেশমা বলেন, এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। দেশ ছেড়ে চলে যেতে হবে বলে আতঙ্ক ছিল। সেই কারণেই এমন অবস্থা বলেও জানিয়েছেন স্থানীয় ওই বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *