রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এনুমারেশন ফর্ম – বিপত্তি বিজেপি নেতার

নিউজ ডেস্ক ::বালুরঘাটে আবার নতুন দৃশ্য। রাস্তায় গড়াগড়ি হচ্ছে এনুমারেশন ফর্ম! মানুষেরা তাকিয়ে দেখছে। আবার তা কুড়াতে গিয়ে সমস্যায় বিজেপি নেতা। ওইসব ফর্ম আবার কুড়িয়েও নিলেন বিজেপির এক বিএলএ। তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে কার্যত চেপে ধরেন। তবে বিএলএ-র দাবি, তিনি রাস্তা থেকে ফর্মগুলি তুলেছিলেন প্রশাসনের কাছে জমা দেবেন বলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এলাকায়। কালনার হাট কালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মণ্ডলপাড়া লাগোয়া রাজ্য সড়কে সাতসকালে তীব্র চাঞ্চল্য। রাস্তা থেকে উদ্ধার হয়েছে মোট ২৭টি এনুমারেশন ফর্ম। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় বেশ কিছু কাগজ পড়েছিল। বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডল সেই কাগজগুলি দেখে কুড়িয়ে নেন।

কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁকে ওই কাগজ কুড়োতে দেখে জিজ্ঞাসা করেন, সেগুলি কীসের কাগজ? জানা যায়, সেগুলি দক্ষিণ দিনাজপুরের জগন্নাথবাটি এলাকার এনুমারেশন ফর্ম। এরপরের স্থানীয় বাসিন্দারা সেই ফর্ম তাঁকে পুলিশের কাছে জমা দিতে বলে। রাস্তায় এনুমারেশন ফর্ম উদ্ধার হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। এনুমারেশন ফর্মগুলি উদ্ধার করে বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *