নিউজ ডেস্ক ::গত ১১ নভেম্বর বিহার ভোটের সঙ্গে সারা দেশে ১১টি বিধানসভা নির্বাচন হয়ে গেছে। গতকাল তার গণনা সম্পন্ন হয়।
এর মধ্যে কাশ্মীর উপত্যকার বদগামে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপি। গত বছরের বিধানসভা ভোটে বদগাম এবং গান্ডরবল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর। মুখ্যমন্ত্রী হওয়ার পরে গান্ডরবল রেখে বদগামের বিধায়কপদ ছাড়েন তিনি। সেই আসনে এ বার হেরে গেল ন্যাশনাল কনফারেন্স। অন্য দিকে, জম্মুর নগরোটায় জিতেছে বিজেপি। সেখানে দ্বিতীয় স্থানে ন্যাশনাল প্যান্থারস পার্টি। কংগ্রেসের সমর্থনে লড়ে সেখানে তৃতীয় স্থানে শাসকদল ন্যাশনাল কনফারেন্স। প্রসঙ্গত, বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহ রানার (কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের ভাই) মৃত্যুর কারণে ভোট হয়েছিল নগরোটায়।
রাজস্থানের অন্তা বিধানসভা আসনে শূন্যস্থান তৈরি হয়েছিল বিজেপি বিধায়ক কাঁওয়ারলাল মীনা এক সরকারি আধিকারিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে। সাজা ঘোষণার পরে জনপ্রতিনিধিত্ব আইনে বিধায়কপদ হারিয়েছিলেন তিনি। সেখানে এ বার জিতেছে কংগ্রেস। এ ছাড়া, তেলঙ্গানার জুবিলি হিলস, ওড়িশার নুয়াপাড়া, ঝাড়খণ্ডের ঘাটশিলা, পঞ্জাবের তরন তারন এবং মিজ়োরামের ডাম্পায় উপনির্বাচন হয়েছিল সংশ্লিষ্ট বিধায়কদের মৃত্যুর জেরে। ওই কেন্দ্রগুলির মধ্যে জুবিলি হিলস বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি), নুয়াপাড়া বিজেডি (বিজু জনতা দল), ঘাটশিলা জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), তরন তারন আপ (আম আদমি পার্টি) এবং ডাম্পা এমএনএফ (মিজো ন্যাশনাল ফ্রন্ট)-এর দখলে ছিল। ডাম্পা পুনর্দখল করেছে এনএনএফ। জুবিলি হিলস কেন্দ্রটি প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএসের থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। নুয়াপাড়ায় বিজেপি, তরণ তারণে আপ, ঘাটশিলায় জেএনএম জিতেছে।
