নিউজ ডেস্ক ::সত্যি, চারিদিকে এতো ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে যে মানুষের ব্যক্তিগত জগৎ বলে কিছু রইল না। আর তাতেই রেগে গেলেন অমিতাভ। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে থাকাকালীন সেখানে তাঁর এবং তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ার ওই ক্লিপে দেখা যায়, অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার পাশে দেখা যায় সানি দেওল এবং ববি দেওলের এই একান্ত মুহূর্ত সামনে আসতেই তা গোপনীয়তার উপর আঘাত বলে মনে করা হচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়াতে অমিতাভ বচ্চন লেখেন, “কোনও মূল্যবোধ। কোনও আচার, কোনও নীতি নেই।”
এই ব্লগে অমিতাভ লেখেন, “কোনও মূল্যবোধ নেই, কোনও দায়িত্ব নেই। এটা সত্যিই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক।” এই সপ্তাহের শুরুতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। নভেম্বরের ১২ তারিখ নিজের বাড়ি ফেরেন তিনি। তাঁর হাসপাতালে থাকাকালীনই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে মারা গিয়েছেন ধর্মেন্দ্র। ১১ নভেম্বর মাসে তাঁর স্ত্রী হেমা মালিনী এবং তাঁর মেয়ে এশা দেওল জানান ধর্মেন্দ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
