নিউজ ডেস্ক ::নিয়োগ দুর্নীতি নিয়ে আবার বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু। দাবি তুললেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের। তাঁর বক্তব্য তৃণমূল বিধায়ক জেলে বসেই ফোন ব্যবহার করছেন। শুধু তাই নয়, নতুন নিয়োগ প্রক্রিয়াও তিনি প্রভাবিত করেছেন। আজ অর্থাৎ রবিবার (১৬ নভেম্বর) সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখান থেকে তিনি নিজের মোবাইল ফোন থেকে কিছু ছবি,ভিডিয়ো আর অডিয়ো দেখান। আর দাবি করেন, সেই ভিডিয়ো-অডিয়ো সবটাই জীবনকৃষ্ণের। শুভেন্দু অধিকারী আজ বলেন, “নতুন এই পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাঁটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। জেলে ফোন ব্যবহার করেছেন। জেলে গেলে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। এই পার্থ-জীবনের মতো লোকজনকে ইডি ধরে পাঁচদিন পিসিতে রাখছে। তারপর তো জেলে পাঠাতে হচ্ছে। সেখানে ফাইভ স্টার ব্যবস্থা। গরমকালে এসি। শীতকালে গরম জল। তৃণমূলের লেভেল হাই চোর হলে পিজির উডবার্ন ওয়ার্ড আছে।”
শুভেন্দু তাঁর নিজের ফোন খুলে একটি ভাইরাল হওয়া অডিও সাংবাদিকদের শোনানো। অডিওটির সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয় নি। তাতে শোনা যাচ্ছে এক মহিলা একজন পুরুষের সঙ্গে কথা বলছেন। শুভেন্দুর দাবি পুরুষ কন্ঠস্বরটি জীবনকৃষ্ণের। আর সেখানেই মহিলা বলেন জীবনকৃষ্ণের কাছে তিনি ১৫ লক্ষ ৫০ হাজার টাকা পাঠিয়েছেন।
