আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র জন্মদিন – বিরাট আয়োজন করতে চলেছে হেমা

নিউজ ডেস্ক ::এবার ধর্মেন্দ্রর ৯০ তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চলেছেন হেমা মালিনী।
দীর্ঘ অসুস্থতা। নানা ভুয়ো রটনার ভিড়। যমে-মানুষে লড়াইয়ের পর বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। আপাতত স্বস্তিতে পরিবারের লোকজন এবং অনুরাগীরা। এবার পালা ৯০ তম জন্মদিনের। আগামী ৮ ডিসেম্বর হতে চলেছে গ্র্যান্ড সেলিব্রেশন। বলিউডের ‘হি-ম্যানে’র জন্মদিনের আয়োজনের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন হেমা। গত ২ নভেম্বর, ধর্মেন্দ্র-হেমার মেয়ে ইষা দেওলের জন্মদিন ছিল। বাবার অসুস্থতার মাঝে নিজের জন্মদিনে মেতে উঠতে আর কারই বা ভালো লাগে! তাই জন্মদিনে আনন্দে গা ভাসানোর সুযোগ পাননি। সূত্র বলছেন, আগামী মাসে তাই একইসঙ্গে বাবা ও মেয়ের জন্মদিন পালন করা হবে।

জোড়া জন্মদিন, তাই আয়োজনে কোনও খামতি রাখতে চান না হেমা। শুধু এলাহি খাওয়াদাওয়াই নয়। পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বৃত্তের অনেকেই নাকি থাকবেন আমন্ত্রিতদের তালিকায়। বাড়িতে তৈরি হওয়া উদ্বেগের পরিবেশ কেটে ফের বাড়ি গমগম করে ওঠার অপেক্ষায় প্রায় সকলে। উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। বলিউডের ‘হিম্যান’কে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *