নিউজ ডেস্ক ::প্রবল গতিতে পারদের পতন চলছিল। কিন্তু এবার একটু থমকে দাঁড়াবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা আবার বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বাড়তে পারে কুয়াশা। তবে কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে।সপ্তাহজুড়ে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সকাল-সন্ধের হালকা ঠান্ডা থাকলেও আজ রবিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’-তিন দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা হাওয়া কমে গিয়ে বঙ্গোপসাগর দিক থেকে আর্দ্র ও গরম হাওয়া ঢুকছে,যা তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ। তবে ভোরে হালকা কুয়াশা দেখা যেতে পারে। আজ কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে (Kolkata Weather)। ভোরে হালকা কুয়াশা দেখা যেতে পারে।আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি, সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প বাড়ায় দুপুরে গরম লাগতে পারে। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা আবার কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীত ধীরে ধীরে পড়বে রাজ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ থেকে কুয়াশা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছে। আলিপুরদুয়ারে পারদ ঘোরাফেরা করছে প্রায় ১৪ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গে আগামী দিনগুলিতে রাতের তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে।
