প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

নিউজ ডেস্ক ::টলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। জানা গিয়েছে, গভীর রাতেই মৃত্যু হয়েছে তাঁর। নিমতলা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় বছর পঁয়ষট্টির অভিনেত্রী। তাঁর মৃত্যুতে বিনোদুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল তাঁর। সেই সময় অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে কিছু সমস্যা ছিল। তাই অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল। আচমকা ঘরে পড়ে যান। মস্তিষ্কে আঘাত পান। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।

সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় বর্ষীয়ান অভিনেত্রীর। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে জটিল অস্ত্রোপচার হয়। মাঝে আবার কিডনির সমস্যাও দেখা গিয়েছে। তবে শুক্রবার রাতে সব শেষ। ইহজগতের বাধা কাটিয়ে পরলোকের পথে পাড়ি দেন অভিনেত্রী। প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা। অসামান্য অভিনেত্রী তিনি। সম্প্রতি একের পর এক ছবিতে কাজ করেছেন। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ‘বেলা’ই তাঁর অভিনীত শেষ ছবি। একাধিক জনপ্রিয় নাটক পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত নাটক ‘গওহরজান’ সত্যিই প্রশংসাযোগ্য। অভিনেত্রীর দুই মেয়ে দামিনী বসু এবং আনন্দী বসু নিয়মিত মঞ্চে অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *