নিউজ ডেস্ক ::’SIR’ একটা বড় জাতীয় সমস্যায় পরিণত হচ্ছে। বিশেষ করে বাংলার সীমান্তবর্তী জেলা ও মতুয়া গড়ে। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মতুয়ারা। ইতিমধ্যে SIR-এর প্রতিবাদে ঠাকুরবাড়িতে অনশনে বসেছেন তাঁরা। এই পরিস্থিতিতে মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পৌঁছলেন তৃণমূলের তিন প্রতিনিধি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে পৌঁছলেন শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী এবং তন্ময় ঘোষরা।
এর আগে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও মতুয়াদের অনশন মঞ্চে যান। এখন পর্যন্ত বিস্তারিত খবর না আসলেও তৃণমূল সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া নাগরিকদের খবর পাঠিয়েছেন, তারা যেন কোনো কারণেই নাগরিকত্ব হারানোর ভয় না পান। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আছে।
