পুরোনিয়োগ দুর্নীতিতে এবার সুজিত বসুর জামাই হাজিরা দিলেন ইডি দফতরে

নিউজ ডেস্ক ::আবার শীতঘুম ভেঙে কিছুটা নড়ে বসেছে ইডি। জে কোনো ভোটের আগে এটা কেন্দ্রীয় তদন্তকারী অভ্যাসে পরিনত হয়েছে। পুরোনিয়োগ দুর্নীতি মামলায় এ বার তদন্তকারী সংস্থা ইডির নজরে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই! সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। সেই মতো তিনি ইডি দফতরে যান। ব্যাঙ্কের নথি সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছিল। নির্দেশমতো সেই সব নথি নিয়েই ইডি দফতরে হাজিরা দেন সুজিতের জামাই। পুর নিয়োগ মামলায় সম্প্রতি কলকাতার বেশ কয়েক জায়গায় হানা দেয় ইডি।

সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে যান তাঁরা। সেই ভবনেই ছিল সুজিতের দফতর। এ ছাড়াও, দমকলমন্ত্রীর একটি রেস্তরাঁতেও গিয়েছে ইডি। গোলাহাটায় তাঁদের একটি ধাবায় চলছে তল্লাশি। জানা যায়, ধাবাটি মন্ত্রীপুত্রের। সূত্রের খবর, তল্লাশি অভিযানে বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সূ্ত্র ধরেই সুজিতের জামাইকে তলব করেছিল ইডি। ইডির ধারণা পুরোনিয়োগ দুর্নীতির রাখা ব্যবহার করা হয়েছে বিভিন্ন ব্যবসায়। তাই সুজিত বোস সহ ইডির নজরে তার পুত্র ও জামাই। এখন দেখার তিনি কিভাবে ফেস করেন ইডির মুখোমুখি।!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *