নিউজ ডেস্ক ::‘মেরা নাম প্রেম, প্রেম চোপড়া’ বলেই ভক্তদের কাছে খ্যাত প্রায় ৯০ এর প্রেম চোপড়া। টানা আটদিনের যমে-মানুষে লড়াইয়ে জয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া। পরিবারের তরফে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম। বলিউডে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ হলেও তাঁর অভিনয় সিনেপড়ুয়াদের জন্য ব্যাকরণসম। প্রেম চোপড়ার জামাতা বিকাশও অভিনয়জগতের সঙ্গে যুক্ত। শ্বশুরের শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, আপাতত দিন কয়েক হাসপাতালে থাকতে হবে তাঁকে। সম্পূর্ণ সুস্থ হলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
শেষবার রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রেম চোপড়াকে। গত কয়েকদিন ধরে বেশ অসুস্থই ছিলেন অভিনেতা প্রেম চোপড়া। গত ৮ নভেম্বর তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক হয়। শ্বাসকষ্ট শুরু হয় অভিনেতার। তাড়াতাড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে বলেই দেখা যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, টানা চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। শনিবার হাসপাতাল থেকে ছুটি পান। বর্তমানে বাড়ি ফিরে এসেছেন অভিনেতা।
