‘রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে, দায় কমিশনের’ – মমতা

নিউজ ডেস্ক ::আজ, বুধবার একজন BLO আত্মহত্যা করেছেন। পরিবার সুত্রে জানা গেছে প্রবল কাজের চাপ সহ্য করতে না পেড়ে তিনি আত্ম হত্যা করেছেন। এই নিয়ে এখন পর্যন্ত মোট ২৮ জেনের মৃত্যু হয়েছে। প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে।’ অক্টোবরের শেষদিকে বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কমিশনের তরফে সাফ জানানো হয়েছিল, যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে, বা পরিবারের কারও নাম রয়েছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু তা সত্ত্বেও এসআইআর নিয়ে আমজনতার মনে হাজার প্রশ্ন-ভয়। যার পরিণতি হচ্ছে মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।

তবে শুধু তা-ই নয়, বিএলওরা কাজের চাপে আত্মহত্য়া করছেন, এমন অভিযোগও উঠছে। বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিএলও’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপের কারণেই এই চরম সিদ্ধান্ত। সেই প্রসঙ্গেই এক্স হ্যান্ডেলে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন লেখেন, ‘আজ আরও একজন বিএলওকে হারালাম। অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা। এসআইআরের এত চাপ নিতে পারেননি।’ সেখানেই মমতা লেখেন, ‘অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে, কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে। যে কাজ করতে আগে ৩ বছর সময় নেওয়া হয়েছে, রাজনীতির কারণে এবার তা ২ মাসে করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *