নিউজ ডেস্ক ::অপেক্ষা শেষ। অবশেষে মঙ্গলবার মুক্তি পেল ‘ধুরন্ধর’-এর ট্রেলার। মঙ্গলবার ছবিটির ট্রেলার সামনে এসেছে, যা ৫ ডিসেম্বর, ২০২৫ মুক্তি পাবে। এতে রণবীর সিংয়ের নতুন এবং ভয়ঙ্কর অবতার দেখানো হয়েছে। ৪.০৭ মিনিটের ট্রেলারটি নিশ্চিতভাবেই প্রতিটি ভক্তকে মুগ্ধ করবে। আদিত্য ধরও তীব্র অ্যাকশন এবং শক্তিশালী তারকা কাস্টের মিশ্রণে সফলভাবে অভিনয় করেছেন। ট্রেলারটি টুইটারে (এক্স) আলোড়ন সৃষ্টি করেছে। ধুরন্ধর ট্রেলার দেখার পর সবাই কী বলছেন তা জেনে নেওয়া যাক।
ধুরন্ধর ছবির ট্রেলারটি এর গল্প- আদিত্য ধর সন্ত্রাসবাদের উপর ভিত্তি করে একটি গল্প নিয়ে ফিরে এসেছেন, কিন্তু এবার তিনি একটি মাল্টি-স্টারার টুইস্ট যুক্ত করেছেন। প্রায় চার মিনিটের ট্রেলারে, নির্মাতারা সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন এবং রণবীর সিং-এর চরিত্রগুলির সঙ্গে দর্শকদের পরিচিতি ঘটে। ট্রেলারটি প্রমাণ করে যে প্রতিটি চরিত্রকে পূর্ণ পর্দায় সময় দেওয়া হয়েছে। অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের চরিত্রগুলি অসাধারণ-ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। দু’জনকেই হিংস্র, জল্লাদ এবং কসাই রূপে দেখানো হয়েছে, যারা মানুষের জীবন পুতুলের মতো করে নিচ্ছে। কিছু দৃশ্য পশু বা অন্যান্য হিংসার ছবির চেয়েও বেশি হিংস্র। ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য প্রতিক্রিয়া তৈরি করেছে।
