হেলিকপ্টার ছেড়ে সড়ক পথেই বনগাঁ ছুটলেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক ::একদম শেষ মুহূর্তে জানা গেলো যে হেলিকপ্টার করে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা, সেই কপ্টারের লাইসেন্স শেষ হয়ে গেছে, নতুন করে ইনসিউরেন্স করা হয় নি। ফলে
হেলিকপ্টারে চড়ে বনগাঁ সফরে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে সড়কপথে মতুয়াগড়ে যাচ্ছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই বদলাল সভার সময়। দুপুর তিনটেয় শুরু হবে জনসভা। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন মহড়া দেয় কপ্টার। সেই সময় ওই কপ্টারটি মহড়াও দেয়। লাইসেন্সের মেয়াদ যে পেরিয়ে গিয়েছে, তা বলা হয়নি। এদিকে, মঙ্গলবার সকালে দেখা যায় ওই কপ্টারটির লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে আর ওই কপ্টারে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বাধ্য হয়ে সড়কপথে বনগাঁ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, কেন আগে জানানো হল না, তা তদন্ত করে দেখা হবে। সূত্রের খবর, কপ্টার সংস্থাটিকে শোকজ করা হয়েছে। সড়কপথে যাওয়ার ফলে সভার সময়সূচিতে এসেছে বদল। দুপুর একটার পরিবর্তে তিনটেয় শুরু হবে জনসভা। বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় এদিন জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা ও পদযাত্রার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে বনগাঁ ও ঠাকুরনগরকে। এক হাজারেরও বেশি পুলিশকর্মী রয়েছেন সভা ও পদযাত্রার নিরাপত্তার জন্য। বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *