ধর্মেন্দ্রকে চোখের জলে বিদায় জানালেন বলিউড

নিউজ ডেস্ক ::সোমবার দুপুরে আচমকাই বলিউডের আকাশে ঘনিয়ে এল কালমেঘ। প্রয়াত ধর্মেন্দ্র! পরিবারের তরফে বিবৃতি প্রকাশ না করা হলেও মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে এদিন কড়া নিরাপত্তা বলয়ে খান-কাপুর, বচ্চনদের উপস্থিতিতে কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে। ‘বীরু’কে আলবিদা জানাতে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে তড়িঘড়ি শ্মশানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন। আমির খান, সলমন খানরাও ছুটে আসেন ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে। শেষকৃত্যে বলিউড সেলেবদের জমায়েতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটভুবনে।

বিধ্বস্ত দেওল পরিবারের পাশে থাকতে বিকেল নাগাদ ভিলে পার্লে শ্মশানে পৌঁছন শাহরুখ খানও। সোমবার দুপুরে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কঠিন সময়ে সানি দেওল, ববি দেওলদের পাশে থাকতে শেষকৃত্যে যোগ দেন বলিপাড়ার সিংহভাগ তারকারা। গত ১০ নভেম্বর রাতেও ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কিংবদন্তি অভিনেতাকে দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ-সলমনরা। এদিন শ্মশানে উপস্থিত থেকে চোখের জলে কিংবদন্তি অভিনেতাকে বিদায় জানান জ্যাকি শ্রফ, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, গোবিন্দা থেকে শুরু করে প্রবীণ অভিনেত্রী সায়রা বানু, শাবানা আজমিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *