ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ

নিউজ ডেস্ক ::অবশেষে থামল লড়াই৷ সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ ৮৯ বছর বয়সে বলিউডকে বিদায় জানালেন বীরু৷ কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷ বলিউডের বীরু-র প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড৷ অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর৷ শোকপ্রকাশ করে তিনি জানান, মস্কোতে ধর্মেন্দ্রর সঙ্গে প্রথম দেখা, আজও ভুলতে পারেননি সেই স্মৃতি…৷

অভিনেতার মৃত্যুতে মমতা শঙ্কর স্মরণ করলেন তার দেখা মোস্ট হ্যান্ডসাম হিরোকে৷ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ শেষশ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ বলেছেন, ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রর নাম আজীবন উজ্জ্বল হয়ে থাকবে৷ ষাটের দশক থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে থেকেছেন তিনি৷ ৩০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন৷ মেইনস্ট্রিম সিনেমার কাল্ট অভিনেতা হিসেবেই আজীবন থেকে যাবেন সকলের মনে৷ উনি সারাজীবন কাজের মধ্যেই সকলের মধ্যে বেঁচে থাকুক৷ ওনার আত্মার চিরশান্তি কামনা করি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *