নিউজ ডেস্ক ::আবার আসছে ক্রিকেটের মহারণ। এই মুহূর্তে পুরুষ ও মহিলা – ক্রিকেটের দুটি বিভাগেই ভারতের দিকে তাকিয়ে বিশ্ব। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। ভারতের অভিযান ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আর বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না। সম্প্রতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপও এই মডেলে হয়েছে। এমনকী পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে, তাহলে ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই। ফাইনালে পাকিস্তান উঠলেও সেটা হবে ভারতের বাইরে, অর্থাৎ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও সূর্যকুমার যাদবরা সহজ গ্রুপে রয়েছেন।
বিশ্বকপের সূচি –
- গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, আমেরিকা
- গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওমান
- গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইটালি
- গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা
- ভারতের সূচি:
৭ ফেব্রুয়ারি: বনাম আমেরিকা, মুম্বই (সন্ধে ৭টা)
১২ ফেব্রুয়ারি বনাম নামিবিয়া, দিল্লি (সন্ধে ৭টা)
১৫ ফেব্রুয়ারি বনাম পাকিস্তান, কলম্বো (সন্ধে ৭টা)
১৮ ফেব্রুয়ারি বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ (সন্ধে ৭টা)
- ভারতের সূচি:
- সেমিফাইনাল:
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, কলকাতা বা কলম্বো (সন্ধে ৭টা ) (শ্রীলঙ্কা বা পাকিস্তান না উঠলে ইডেনে)
৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, মুম্বই (সন্ধে ৭টা ) (ভারত উঠলে এই ম্যাচ খেলবে) - ফাইনাল:
৮ মার্চ, আহমেদাবাদ
(পাকিস্তান উঠলে কলম্বো)
