২০ বছর পর ঘরছাড়া হতে চলেছে লালুর পরিবার

নিউজ ডেস্ক ::প্রশাসনিক কারণেই এবার ঘর ছাড়তে চলেছে যাদব পরিবার। বিহারে সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয়েছে লালু পরিবারের। আরও একবার এরাজ্যে ক্ষমতায় এসেছে এনডিএ। ক্ষমতা দখলের পরই এবার লালু পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নীতীশ সরকারের। যার জেরে প্রায় ২ দশক পর এবার ঘরছাড়া হতে চলেছে লালুর পরিবার। পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যা এতদিন লালু পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নামে বরাদ্দ ছিল। আরজেডির রাজনৈতিক তৎপরতার মূল কেন্দ্র ছিল ১০ সার্কুলার রোডের এই সরকারি বাংলো। রাবড়ি দেবীর নামে বরাদ্দ এই বাড়িই এবার খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের তরফে।

নির্দেশে বলা হয়েছে, এনডিএ সরকারের নতুন মন্ত্রীদের জন্য আবাসন বরাদ্দ করতে হয়েছে। সেই কাজের জন্যই ১০ সার্কুলার রোডের ওই বাড়ি খালি করতে বলা হয়েছে লালু পরিবারকে। সরকারি নির্দেশ অনুযায়ী লালু পরিবারের নয়া ঠিকানা হতে চলেছে হার্ডিং রোড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *