‘আফগানিস্তান পৃথিবীর নরক’ – হুঙ্কার ট্রাম্পের

নিউজ ডেস্ক ::হওয়াইট হাউসের কাছে গুলিকাণ্ডে আফগান যুবককে গ্রেফতারের পরে প্রবল ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানকে ‘পৃথিবীর নরক’ বলে দাগিয়ে দিলেন। বুধবার বিকেলে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস থেকে ঢিল ছোড়া দূরত্বে কয়েকটি ব্লক দূরে দুই ন্যাশনাল গার্ডকে গুলি করা হয়। ফারাগুট মেট্রো স্টেশনের কাছে আই স্ট্রিটের কোণে দুপুর ২টো ১৫ মিনিটে দিকে এই হামলাটি ঘটে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষে হামলাকারীও আহত হয়, তাকে কড়া নিরাপত্তার মধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্ত্রাসবাদী হামলা বলেদাবি করেছেন। তিনি ওয়াশিংটন ডিসিকে রক্ষা করার জন্য অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প আরও বলেছেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে যেসব লোককে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তাদের আবারও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।

গভীর রাতের এক ভাষণে, ট্রাম্প তার পূর্বসূরী জো বাইডেনকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন যে সন্দেহভাজন ব্যক্তিকে ২০২১ সালের সেপ্টেম্বরে ‘নরকের মতো আফগানিস্তান’ থেকে বাইডেন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিল। ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত যে আটক সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশী নাগরিক। সে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলে। ‘আফগানিস্তান পৃথিবীর নরক’, বলেন ট্রাম্প। সন্দেহভাজন ব্যক্তির নাম রহমানউল্লাহ লাকানওয়াল। ২৯ বছর বয়সী আফগান নাগরিক। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সে একাই এই হামলা চালিয়েছে। যদিও তার পরিচয়ের কিছু দিক এখনও নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *