এখনই আধারের সঙ্গে কৃষকবন্ধু প্রকল্প কার্ড লিংক করুন

নিউজ ডেস্ক ::কৃষক বন্ধুরা সচেতন হয়ে যান। সরকারের পক্ষ থেকে আপনার ব্যাংকে এবার টাকা ঢোকার সময় হয়েছে। কৃষক বন্ধুদের জন্য বড় খবর। আর কিছুদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান হবে। কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত আছে তো? যদি আধার নম্বর যুক্ত না থাকে তাহলে এবারে আপনি টাকা নাও পেতে পারেন। তাই এখনই জেনে নিন আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা। আর‌ যদি না থাকে, কোথায় গেলে কী ভাবে কৃষক বন্ধু প্রকল্পে আধার নম্বর যোগ করা যাবে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ কৃষি দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই তারা যেন অবিলম্বে ব্লক কৃষি দফতরে যোগাযোগ করবেন।

এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার মারফত পাঠান হবে। দেরি করলে আপনি এই মরশুমে প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। তাই দ্রুত এই প্রয়োজনীয় কাজটি সেরেই ফেলুন। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে বুঝবেন আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা? এজন্য প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে https://krishakbandhu.wb.gov.in/ যেতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর ‘নথিভূক্ত কৃষকের তথ্য’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ভোটার কার্ড নম্বর, মোবাইল নম্বর কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর— যে কোনো একটি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানেই দেখা যাবে আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *