নিউজ ডেস্ক ::সারা বাংলা জুড়ে চলেছে SIR এর কাজ। প্রত্যেক জেলায় এই কাজের সায়তার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম তৈরী করে দিয়েছেন। কলকাতার দায়িত্ব দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে। আর তার পরেই কলকাতার সমস্ত বিধায়ক ও কাউন্সিলারদের নিয়ে সভা করলেন মেয়র। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ৷ সেই বৈঠকে তিনি একাধিক জোন ভাগ করে ‘ওয়ার রুম’ করেছেন ৷ শীর্ষ নেতৃত্বের দায়িত্বও নির্দিষ্ট করে দিয়েছেন বৈঠকে । কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে ৷ এরপরেই মঙ্গলবার সেই দায়িত্ব অনুসারে কলকাতা উত্তর ও দক্ষিণ দুই পার্টের সমস্ত কাউন্সিলরদের নিয়ে এসআইআর ইস্যুতে বৈঠক সারেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম । সেখানেই কাউন্সিলরদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, এই প্রক্রিয়ায় কাজ যাতে সঠিক ভাবে করা হয় । গাফিলতি না করেন কেউ ।
এদিন উত্তর-দক্ষিণের বৈঠকে কাউন্সিলর ছাড়াও বিধায়করা উপস্থিত ছিলেন । বৈঠক সূত্রে খবর, এদিন ফিরহাদ হাকিম দলীয় কাউন্সিলরদের উদ্দেশে বলেন, “ঠিকমতো ডিজিটাল তথ্য আপলোড করতেই হবে । গাফিলতি নয় । এই কাজের ভিত্তিতে প্রত্যেকের পারফরম্যান্স বিচার হবে । কোন কোন কাউন্সিলর সক্রিয় নন । শিবিরগুলিতে যাচ্ছেন না ঠিকমতো । কিংবা শিবিরে গেলেও যে কর্মীরা কাজ করছেন তাঁদেরকে ঠিক মতো সাপোর্ট দিচ্ছেন কি না । এমন কাউন্সিলর রয়েছে যিনি পাঁচ পয়সার বাতাসা খাওয়াচ্ছেন না । সেটা করবেন না ৷ কর্মীদেরকে সব দিক থেকে সহযোগিতা করুন ।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের ভূমিকা ভালো নয় । যুদ্ধের রেফারি থাকে । রেফারি নির্বাচন কমিশন । কিন্তু সেই রেফারি পক্ষপাতদুষ্ট । অফলাইনে 70 শতাংশ ফর্ম জমা পড়ে গিয়েছে । কিন্তু এটাই ডিজিটাল ডকুমেন্টেশন ভালো করে করতে হবে । দিদির দূত অ্যাপে একাধিক টেকনিক্যাল প্রবলেম রয়েছে । সেগুলি ওভারকাম করার ব্যাপারে কথা হয়েছে ।”
