নিউজ ডেস্ক ::কলকাতা: আনন্দলোক হাসপাতাল তাদের নতুন ট্রাস্টি হিসেবে খ্যাতনামা ল্যাপারোস্কোপিক ও জেনারেল সার্জন ডাঃ জিতেন্দ্র কুমার শাহ-এর নাম ঘোষণা করেছে। দুই দশকেরও বেশি সময় ধরে হাসপাতালের সঙ্গে যুক্ত ডাঃ শাহ চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ও মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ল্যাপারোস্কোপিক সার্জারির একজন অগ্রদূত হিসেবে তিনি সফলভাবে হাজারো অস্ত্রোপচার সম্পন্ন করেছেন এবং হাসপাতালের সার্জিক্যাল পরিষেবাকে আধুনিকীকরণে বিশেষ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি অর্থনৈতিকভাবে দুর্বল রোগীদের জন্য স্বল্প ব্যয়ে সার্জারি, গ্রামীণ এলাকায় বিনামূল্যের মেডিকেল ক্যাম্প এবং তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদানসহ বহু মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এই নিয়োগ হাসপাতালের নৈতিক, সাশ্রয়ী ও সমাজকেন্দ্রিক স্বাস্থ্যসেবার আদর্শকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে রোগী-কেন্দ্রিক সেবায় নতুন দিশা এনে দেবে।
–
