বুধবার রাত ৯ টা নাগাদ কুনালকে দেখতে গেলেন রাজ্যপাল

নিউজ ডেস্ক ::রাজভবন বনাম রাজ্যসরকার বিতর্ক দীর্ঘদিন ধরেই চলেছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক মোটেই নষ্ট হয় নি। তাই তো আহত কুনাল ঘোষকে দেখতে রাজ্যপাল গেলেন হসপিটালে।
বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তার আগে বিকেলে হাসপাতালে যান ফিরহাদ হাকিম এবং শশী পাঁজা। উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে সোমবার দুপুরে স্নানঘরে ঢুকেছিলেন কুণাল। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। চোটের গুরুত্ব অনুধাবন করে বাড়ির অন্য সদস্যেরাই তাঁকে দ্রুত নিয়ে যান সল্টলেকের ওই হাসপাতালে। স্ক‌্যান করে দেখা যায় প্রাক্তন সাংসদের মাথার চোট গুরুতর নয়, তবে পায়ে অপারেশন করতে হবে।

হাসপাতালের বেডে শুয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন কুণাল। গত মঙ্গলবার অস্ত্রোপচার হয় তাঁর। ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ‌্যায়ের অধীনে তাঁর অস্ত্রোপচার হয়। ওইদিন ওটিতে যাওয়ার আগে হাসপাতাল থেকে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন কুণাল নিজেই। জানান, মাথায় গুরুতর আঘাত নেই। কোমরেও নতুন করে ব্যথা হয়নি। তবে পায়ে অস্ত্রোপচার জরুরি। যাঁরা আরোগ্য কামনা করেছেন, তাঁদের ধন্যবাদ জানান তৃণমূল অন্যতম রাজ‌্য সাধারণ সম্পাদক। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন কুণাল। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *