নিউজ ডেস্ক ::এই পৃথিবী যেমন মানুষের জন্যে, তেমনই বাঘের জন্যেও। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে মানুষের পাশাপাশি বাঘের বেঁচে থেকে খুবই দরকার। সুন্দরবনে মরা কোটালে বিভিন্ন খালসংলগ্ন এলাকা গুলিতে জঙ্গলের মধ্যে বসানো হয়েছে ক্যামেরা। যার সামনে বাঘের বা অন্য কোনও প্রাণী আসলেই ছবি তুলবে স্বয়ংক্রিয়ভাবে। সেই ছবি দেরাদুনে নিয়ে গিয়ে প্রতিটি ছবিকে বিশ্লেষণ করে ঠিক হবে সুন্দরবনে কত রয়্যাল বেঙ্গল আছে তা। ইতিমধ্যে সুন্দরবনের মাতলা, রায়দিঘি, রামগঙ্গা, সজনেখালি বিদ্যা-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বাঘের ক্যামেরা বসানোর কাজ। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলতে ১৪৮৪টি ক্যামেরা বসানোর কাজ চলছে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে।
সব মিলিয়ে ৪১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রাজার সারাক্ষণের গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা। এক মাসের বেশি সময় ধরে ক্যামেরার ছবি তোলার মাধ্যমে চলবে এই বাঘ গণনার কাজ। তবে এবারে শুধু বাঘেদের গতিবিধি, খুনসুটি নয়, তাদের খাদ্যের জোগান কেমন সেটাও পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ, জঙ্গলে তৃণভোজী যেমন হরিণ, বা বুনো শূকর-সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায়, তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরার মাধ্যমে।
