১৮০৬ জন দাগি শিক্ষকের নাম প্রকাশ করলেন ব্রাত্য বসু

নিউজ ডেস্ক ::’একেই বলে ঠেকায় পড়লে বাপের নাম’। গতকাল SSC কে তীব্র তিরস্কার করার পরে অবশেষে বাধ্য হয়েই বৃহস্পতিবার দাগি প্রার্থীদের নাম প্রকাশ করলো সরকার। এরইমধ্যে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেখানেই তিনি এসএসএসি-র ভূয়সী প্রশংসা করে জানান, সব কাজ আদালতের নির্দেশ মেনে স্বচ্ছভাবেই হচ্ছে। চলতি মাসের শেষেই কোর্টের নির্দেশ মেনে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। একান্তই যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন তার জন্য কোর্টের দ্বারস্থ হবে কিনা তা স্কুল সার্ভিস কমিশন ভেবে দেখবে। ওই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য জানিয়ে দেন, আর কিছু সময়ের মধ্যেই সবিস্তারে এসে যাবে দাগিদের তালিকা। বলেন, “সুপ্রিম কোর্ট এসএসসি-কে বলেছে কোনও দাগি প্রার্থীকে রাখা যাবে না। দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বের করতেও বলেছে। আজই এসএসসি দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বের করে দেবে। আদালত যা নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করছে এসএসসি।”

গতকালই এসএসসি-কে সতর্ক করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কোনও অজুহাতেই যেন কোনও দাগি চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া না ঢুকতে পারে তা দেখতে হবে। বিশেষভাবে সক্ষম হলেও দাগিরা কোনওভাবেই চাকরির সুযোগ পাবেন না। তখনই বলা হয় এসএসসি-কে সবিস্তারে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। অবশেষে সেই তালিকা সামনে নিয়ে এল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় দাগি প্রার্থীর রোল নম্বরের সঙ্গে রয়েছে অভিভাবকের নাম, জন্ম তারিখ ও তাঁর সংশ্লিষ্ট বিষয়। তালিকায় রয়েছে ১৮০৬ জনের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *