এবার কি ISF কংগ্রেসকে বাদ দিয়েই নির্বাচনে লড়তে চলেছে বাম শিবির?

নিউজ ডেস্ক ::বৃহস্পতিবার হয়েগেলো বৃহত্তর বামঐক্যর মিটিং। সেখানে কংগ্রেস বা ISF কে ডাক হয় নি। কি চাইছেন বিমান সেলিমরা? এইসব প্রশ্নের মধ্যেই ‘শূন্য’ থেকে ঘুরে দাঁড়াতে ফ্রন্টের বাইরেও বৃহত্তর বাম ঐক‌্য গড়ে তোলার সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল, বামফ্রন্টের শরিক ছাড়াও সিপিআইএমএল লিবারেশন, এসইউসিআই-সহ বাম মনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে বৃহত্তর বাম জোট গড়ে তোলা হবে। আর গতকালের এই বৈঠকে আইএসএফ ও কংগ্রেসের নাম আলোচনায় উঠল না। ২০১৬ এবং ২০২১ সালে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়েছিল বামফ্রন্ট। একুশের নির্বাচনে কংগ্রেসের পাশাপাশি আইএসএফ-ও বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়েছিল।

কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট গড়েও বামফ্রন্টের কোনও লাভ হয়নি। একুশের নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে বামেদের। ফলে ছাব্বিশের নির্বাচনে বামফ্রন্ট কারও সঙ্গে আসন সমঝোতা করে লড়বে কি না, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। এর আগে এক বৈঠকে বামফ্রন্টের বেশিরভাগ শরিক কংগ্রেসকে বাদ দিয়েই ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পক্ষে সওয়াল করেছিল। সেই বৈঠকে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার দাবি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, সাতাত্তর সালে তারা যেসব আসনে লড়েছিল, সেই আসনগুলি তাদের দেওয়া হোক। সাতাত্তর সালে প্রথম বামফ্রন্ট সরকার গঠনের সময় শরিক দলগুলিকে নিয়েই ছাব্বিশের নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল তারা। ওই বৈঠকে অবশ্য শরিকদের দাবি নিয়ে বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক সিপিএম কোনও মন্তব্য করেনি। এখন দেখার শেষ পর্যন্ত ঐক্য কোন দিকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *