নিউজ ডেস্ক:: SIR নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর করছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে একাধিক চিঠি পাঠিয়েছে। এবার ১০ সদস্য যাচ্ছে দিল্লি। শুক্রবার সকালে ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের দল কমিশনের দপ্তরে গেল বৈঠক করতে। গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের।
১০ জনের এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন জানিয়েছিল, ১০ জন নয় মাত্র ৫ জন তৃণমূল সাংসদ আজকের বৈঠকে যোগ দিতে পারবেন। যদিও তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয়, ১০ সাংসদই দেখা করতে যাবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন, “যদি নির্বাচন কমিশনার সত্যিই স্বচ্ছ্ব হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদকে ভয় কীসের? খোলাখুলি বৈঠক করুন না। আমাদের কাছে পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে এই সোজাসাপ্টা পাঁচ প্রশ্নের জবাব দিন।”
