নিউজ ডেস্ক ::ভারতের প্রতিবেশি একাধিক দেশ নিজেদের টাকার মধ্যে ভারতের অংশ জুড়ে দিচ্ছে। এর আগে বাংলাদেশ ও চিন এই কাজ করেছিল। এবার নেপাল সেই কাজই করলো। নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার নতুন ১০০ টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্র রয়েছে। এই মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চলও যুক্ত করা হয়েছে। ভারত এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক বিভিন্ন নোট চালু করেছে দেশে। এর মধ্যে রয়েছে ১০টাকা, ৫০টাকা, ৫০০টাকা এবং এক হাজার টাকার নোট। যদিও শুধুমাত্র ১০০ টাকার নোটেই নেপালের মানচিত্র রয়েছে। মানচিত্রের বিষয়ে ব্যাঙ্কের মুখপাত্র জানিয়েছেন, পুরনো ১০০ টাকার নোটেও একই মানচিত্রের ছবি রয়েছে।
নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের (এনআরবি) নতুন নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। অর্থাৎ নোটটি চালুর সময়কাল হিসেবে ২০২৪ নির্ধারণ করেছে ব্যাঙ্ক। প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশের মানচিত্র আপডেট করে। ২০২০ সালের মে মাসে সংসদে অনুমোদনের মাধ্যমে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা অঞ্চল নেপালের মানচিত্রে যুক্ত করা হয়। নেপালের এই মানচিত্র বদলের প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছে ভারত। লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চল ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে বার বার।
