পশ্চিম মেদিনীপুরের সমবায় নির্বাচনে ব্যাপক জয় বামেদের

নিউজ ডেস্ক ::তৃণমূলের প্রার্থীদের প্রায় খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে বাম প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নং ব্লকের চকসুলতান মেহনতী কিষাণ সমবায় সমিতির ভোটে এই দাপুটে জয় ঘরে তোলে বামেরা। রবিবার বিকেল নাগাদ ফলাফল বের হতেই বামেদের উচ্ছ্বাস দেখা যায়। লাল আবিরের খেলায় মেতে ওঠেন প্রার্থী থেকে সমর্থকরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই সমবায় সমিতি চিরকালই বামেদের পোক্ত দুর্গ। আর সেখানে একটিও আসন জিততে পারেনি তৃণমূল। উল্লেখ্য, এই ভোট হওয়ার কথছা ছিল ১৫ জুন। তবে তার আগের দিন হঠাৎই জারি হয় নোটিস। সেদিন দুপুরে জারি হওয়া নোটিসে ভোট সেদিন স্থগিত হয়। জানানো হয়, পুলিশের তরফে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এরপর ঘটনা কোর্ট পর্য়ন্ত গড়ায়। পরে আসে আদালতের নির্দেশ। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে পুলিশ প্রশাসনকে এই ভোট করাতে হবে বলে নির্দেশ দেয় কোর্ট।

এদিকে, বাম প্রগতিশীল জোট, এই ভোটে সব আসনে প্রার্থী দেয়। রবিবার সকাল থেকেই আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ বাহিনীকে এলাকায় টহল দিতে দেখা যায়। এলাকায় প্রায় আড়াই হাজার ভোটার ছিলেন বলে জানা গিয়েছে। সিপিএমর তরফে চকসুলতান এরিয়া কমিটির সম্পাদক অমল ঘোরাই বলেন, ‘পুলিশ আর তৃণমূলের চক্রান্ত ব্যর্থ করে জয়ী হলেন সমবায়ীরা।’ তিনি জানান ৪১ আসনেই বাম প্রগতিশীল জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আদালতের নির্দেশে পরবর্তীকালে দাসপুরে গৌরা সোনামুই সমবায় সমিতির ভোট হবে, আর সেখানেও বামেদরাই জিতবে বলে তাঁর আশা। তৃণমূলের তরফে জেলাপরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত বলেন,’দাসপুর ২ নং ব্লকের এরকমই কয়েকটি সমবায় সমিতিকে কুক্ষিগত করে রেখেছে বামেরা। নিজেদের পরিবারের বাইরে কাউকে এঁরা সমবায় সমিতির সদস্যহতে দেননা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *