আগামী ৯০ দিন চিনের উপর নতুন কোনো শুল্ক চাপাবেনা আমেরিকা – ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক ::একটা ব্যাপার ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে চিনের আন্তর্জাতিক শুল্ক নীতি বার বার পাল্টাচ্ছে। বিশেষকরে ভারতের প্রতি যেমন ক্ষুব্ধ ট্রাম্প তেমনই তিনি পাকিস্তানকে কোলে তুলে নিতে চাইছেন। গুঞ্জন শুরু হয়েছিল ভারতের পর এবার চিন। রুশ তেল কেনার অপরাধে এবার শি জিনপিংয়ের দেশকে শাস্তি দিতে চলেছে আমেরিকা। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সই এমন ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সব জল্পনাকে মিথ্যে প্রমাণ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, চিনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আরও ৯০ দিন স্থগিত রাখা হচ্ছে। পালটা চিনও জানিয়ে দিয়েছে, তারাও আপাতত মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপাবে না। অর্থাৎ আরও ৯০ দিনচিনা পণ্যের উপর আপাতত ১৪৫ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা। এদিকে মার্কিন পণ্যের উপরও ১২৫ শতাংশ শুল্ক চাপাবে না চিন। 

সোমবার যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল চিনের উপরে শুল্ক চাপানোর বিষয়ে, তিনি বলেছিলেন, ”আমরা দেখছি। তবে ওরা চমৎকার ভাবেই বিষয়টা সামলাচ্ছে। আমার সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্পর্কও খুবই ভালো।” এরপরই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে ঘোষণা করেন ট্রাম্প। গত মে মাসে জেনেভায় চিন-আমেরিকা বৈঠকের পর দুই পক্ষই সম্মত হয় ৯০ দিনের জন্য শুল্ক-বিরতি রাখার। পরে জুলাইয়ের শেষে স্টকহোমে ফের দুই দেশের বৈঠক হলেও তখন এই নিয়ে ঘোষণা করা হয়নি। এবার ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আগামী ১০ নভেম্বর রাত ১২টা বেজে ১ মিনিট পর্যন্ত স্থগিত রাখা হবে নয়া শুল্ক লাগু করার সিদ্ধান্ত। অর্থাৎ এই সময়কালে যে শুল্ক নেওয়া হচ্ছে তাই বলবৎ থাকবে। বলে রাখা ভালো, চিনে পণ্যের উপর আমেরিকা ৩০ শতাংশ শুল্ক নেয়। আর মার্কিন পণ্যে বেজিং নেয় ১০ শতাংশ শুল্ক। আপাতত সেটাই থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *