রাকেশের ছেলেকে পুলিশ গ্রেফতার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু

নিউজ ডেস্ক ::প্রদেশ কংগ্রেসের অফিসে ঢুকে ভাঙচুর, অগ্নি সংযোগ করার অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিংকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তার কোনো খোঁজ না পেয়ে সোমবার তার ছেলেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাকেশের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাকেশ পুত্রের গ্রেফতারি নিয়ে পুলিশের দিকেও প্রশ্ন ছুঁড়লেন তিনি। ছেলের গ্রেফতারিতে সশরীরে না পারলেও ডিজিটালি সরব হয়েছিলেন পলাতক বাবা। নিজের সমাজমাধ্যম থেকেই লাইভ করে পুলিশকে একহাত নিয়েছেন তিনিও। এদিকে শুভেন্দু বলেছেন,বলেন, “রাকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, কারণ উনি অন ক্যামেরা ছিলেন। পারলে গ্রেফতার করুন। জেল খাটান। রাকেশও যদি পারে আইনি পথে লড়াই চালিয়ে বেরিয়ে আসবে। কিন্তু ওর ছেলে তো ঘটনাস্থলে ছিল না। এই ছোট ছোট বাচ্চাগুলোকে মারধর করছে। আপনি ক্যামেরাতে তো দেখাতে পারবেন না। তারপরেও তাকে তুলে নিয়ে যাওয়া হল। এটা কী?”এই অন্যায়ের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান।

সূত্রের খবর, রাকেশর পরিবারের মহিলাদের নিগ্রহ করেছে পুলিশ। তল্লাশির নামে মহিলাদের নিগ্রহ করা হয়েছে। শুভেন্দু বলেন,“দু’জন মহিলাকে আক্রমণ করেছে। হাতগুলো কেটে কেটে রক্তাক্ত করে দিয়েছে। বাচ্চা মেয়েটারও উপরে হামলা চালিয়েছে। এটা পুলিশ? শীর্ষ আদালতের যে নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ী আসামী কেন, তার বাড়ির লোকের গায়েও হাত দেওয়া যাবে না। রাকেশ অপরাধী নয়, রাজনৈতিক কর্মী ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *