অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ

নিউজ ডেস্ক ::পুলিশের সঙ্গে অনেক চোর-পুলিশ খেলে শেষে সহ শনিবার রাতে পুলিশের জালে আসলো কলকাতার বিজেপি নেতা রাকেশ। বিধানভবন ভাঙচুরের অভিযোগে রাকেশ সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্য পুলিশ কয়েকজন অনুগামীকে গ্রেফতার করেছে। কিন্তু কিছুতেই রাকেশ সিংকে পাচ্ছিলো না। মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টা নাগাদ ট্যাংরার ওই ফ্ল্যাটে হানা দিয়ে রাকেশকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কুকথা বলার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। এরপরই রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের অভিযোগ ওঠে। রাহুল গান্ধীর ছবিতে কালো কালি লেপা হয়। সবটার নেতৃত্বে ছিল রাকেশ সিং বলেই অভিযোগ।

অভিযোগের তদন্তে নেমে তিনজন বিজেপি কর্মী ও রাকেশ সিংয়ের এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, পুলিশ রাকেশের খোঁজ পায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় বিজেপি এই নেতাকে। সোমবার রাকেশের ছেলে শিবম সিংকে গ্রেফতার করে পুলিশ। বাবাকে পালাতে সাহায্য করার অভিযোগে শিবমকে গ্রেফতার করা হয়। বিজেপি এই নেতাকে পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ উগরে দিচ্ছিল কংগ্রেস। অবশেষে অভিযোগ দায়েরের পাঁচদিন পর রাকেশকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *