‘ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলছে ভারত’ – পীযুষ গোয়েল

নিউজ ডেস্ক ::ভারত যত রাশিয়া ও চিনের কাছাকাছি এসেছে, আমেরিকা ততোই সংকিত হয়েছে। সেই কারণেই তাদের শুল্কনীতি নিয়ে বার বার অবস্থান পরিবর্তন করছে। “ওরা (ভারত) এখন (মার্কিন পণ্যকে) শুল্কশূন্য করার প্রস্তাব দিচ্ছে। এটা ওদের অনেক আগেই করা উচিত ছিল।” সোমবার এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কথায় যে সারবত্তা রয়েছে তা স্পষ্ট হয়ে গেল কেন্দ্রের আইনমন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্যে। মঙ্গলবার তিনি বললেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলছে ভারত। মঙ্গলবার গ্লোবাল সাসটেইনেবিলিটি সামিটে পীযূষ বলেন, “ইতিমধ্যে, মরিশাস, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আরব আমিরশাহীর মতো দেশগুলির সঙ্গে (বাণিজ্য) আলোচনা হয়েছে। এখনও অনেকগুলি দেশের সঙ্গে আলোচনা বাকি রয়েছে। যেমন আমেরিকার সঙ্গে কথা চলছে।”

উল্লেখ্য, সোমবার চিনের তিয়ানজিনে এসসিও সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্শ্ববৈঠক করেন। কাছাকাছি এসে ট্রাম্পকে কার্যত বার্তা দেন তিন রাষ্ট্রপ্রধান। এই অবস্থায় ধনকুবের মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ‘একতরফা ব্যবসা করে যাচ্ছিল ভারত, এখন দেরি হয়ে গিয়েছে’! অর্থাৎ কিনা কোনও মতেই ভারতীয় পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করবে না আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *