“পৃথিবীতে যেন কখনই জঙ্গলরাজ ফিরে না আসে ”- চিনের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক ::আমেরিকার দাদাগিরি থামাতে রাশিয়ার নেতৃত্বে একটা অক্ষ শক্তি তৈরী করা দরকার ছিল।
সদ্যসমাপ্ত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের পর এমনটাই বলছে বিশ্লেষকদের একাংশ। এহেন পরিস্থিতিতে ট্রাম্পকে খোঁচা দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, “পৃথিবীতে যেন কখনই জঙ্গলরাজ ফিরে না আসে।”মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রুখতে এশিয়ায় তৈরি হচ্ছে ভারত-চিন-রাশিয়া অক্ষ!
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে বুধবার চিনে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিতি ছিলেন জিনপিং। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “চিন সর্বদাই অপ্রতিরোধ্য ছিল এবং বহিরাগত শক্তির দ্বারা কখনই প্রভাবিত হয়নি। আগামী দিনেও চিন ভয় পাবে না। আজ মানবজাতি শান্তি অথবা যুদ্ধ, সংলাপ অথবা সংঘর্ষ, জয় অথবা শূন্যের মধ্যে কোনও একটিকে বেছে নেওয়ার মুখোমুখি হয়েছে।”

তিনি আরও বলেন, “চিন শক্তিশালী। কাউকে ভয় পায় না। আমরা বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত। দেশের জনগণ পুনরুজ্জীবিত হচ্ছে। তাতে বাধা দেওয়া যাবে না। মানব সভ্যতার বিকাশের লক্ষ্যই জয়লাভ করবে। পৃথিবীতে আর যেন জঙ্গলরাজ না ফেরে।” ওয়াকিবহাল মহলের মতে, এর মাধ্যমে জিনপিং আসলে ট্রাম্পকেই নিশানা করেছেন। প্রসঙ্গত, এদিনের কুচকাওয়াজে জিনপিংয়ের পাশেই দেখা গিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উনকে। আর এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সটান ‘আক্রমণের তির’ শানিয়েছেন জিনপিংয়ের দিকে। তাঁর অভিযোগ, আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই একত্রিত হয়েছেন তিন রাষ্ট্রনেতা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *