নিউজ ডেস্ক ::নেপাল জ্বলছে – যেভাবে জ্বলেছিল বাংলাদেশ। প্রশ্ন উঠেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল প্রায় একই কায়দায় জ্বলে উঠেছে। এর পিছনে কি বিশেষ কোনো কারণ আছে?
নেপালে ‘জেন জি’ আন্দোলন (Nepal Gen Z Protest) গণবিপ্লবে পরিণত হয়েছে। গদি ছেড়েছেন বামপন্থী শাসক কেপি শর্মা ওলি। অরাজক বুদ্ধের দেশের শাসনভার এখন সেনার হাতে। আগুন, ধ্বংস আর হিংসা কি থামবে এবার? তারচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক ভাবে কোন পথে হাঁটবে নেপাল? ফের রাজতন্ত্র ফিরবে নাকি শাসক বদলে গণতন্ত্রই বহাল থাকবে? ইতিমধ্যে আন্দোলনকারীদের রাজনৈতিক এবং সামাজিক দাবি সামনে আসছে। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কায়দায় দেশে রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের দাবি জানাচ্ছে ‘জেন জি’ বিপ্লবীরা।
এছাড়াও গত কয়েক দশকে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা যে দেশের সম্পদ লুট করেছেন, তার তদন্ত দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া ‘সেপ্টেম্বর বিপ্লবে’ নিহত ২২ জন যুবা আন্দোলনকারীকে শহিদের মর্যাদা দেওয়ার দাবি উঠেছে। নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান এবং আর্থিক সাহায্য দিতে হবে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, বেকারত্বের সমাধান, অনুপ্রবেশ রোখার দাবিও জানিয়েছে আন্দোলনকারীরা।
প্রতিবাদীদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “এই আন্দোলন কোনও দল বা ব্যক্তির জন্য নয়, বরং সমগ্র প্রজন্ম এবং জাতির ভবিষ্যতের জন্য। শান্তি অপরিহার্য, তবে তা কেবল একটি নতুন রাজনৈতিক ভিত্তির উপরই নির্ভর করবে।”
