তিন বছর পরে শ্রীলংকার প্রতি উদারহস্ত চিন

নিউজ ডেস্ক ::ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসার পরেই বিশ্বের কূটনৈতিক রসায়ন ভীষণভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এতদিন চিনের অবস্থান ছিল শ্রীলঙ্কা বিরোধী। এবার সেই চিন উদার হাতে এগিয়ে আসলো। তিন বছর পর ভারতের পড়শি শ্রীলঙ্কাকে এক দফায় ৪ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করল চিন। ফলে দ্বীপরাষ্ট্রের এত দিন ধরে আটকে থাকা প্রকল্পের কাজ শুরু হল। বেজিংয়ের এই সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য তাৎপর্যপূর্ণ। দেশজুড়ে প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে ২০২২ সালে জনতার বিক্ষোভ আন্দোলনে শ্রীলঙ্কায় পতন হয় তৎকালীন সরকারের। এরপর থেকে নতুন শাসকের নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কলম্বো। যদিও প্রায় দেউলিয়া পরিস্থিতিতে ভারত সাহায্য করেছিল প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে। অন্যদিকে খারাপ সময় শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিল চিন।

সূত্রের খবর, শ্রীলঙ্কার জন্য ৪.৩ হাজার কোটি টাকা (৫০ কোটি ডলার) ঋণ মঞ্জুর করেছে বেজিং। এর জন্য চিনের ব্যাঙ্ককে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। যেহেতু এর ফলে দীর্ঘদিন আটকে থাকা হাইওয়ে প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে। সূত্রের খবর, এবার কাজ শুরু হবে কলম্বোর সঙ্গে ক্যান্ডি শহরের সংযোগকারী সেন্ট্রাল এক্সপ্রেসওয়ের ৩৮ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণের কাজ। ২০২৩ সালে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এই হাইওয়ে নির্মাণের কাজ। শ্রীলঙ্কা সরকার মনে করছে, চিনের থেকে ঋণ মেলায় ২০২৮ সালের এপ্রিল মাসের এই কাজ শেষ করা যাবে। উল্লেখ্য, কেবল ভারত ও চিন নয়, অর্থনৈতিক মন্দার মুখে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) ২৯০ কোটি ডলার অর্থসাহায্য করেছে শ্রীলঙ্কাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *