নিউজ ডেস্ক ::পুজোর আগে বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে পুজোর সময়ও শুকনো থাকবে না বঙ্গ। ভিজবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।
আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তালিকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এ বছর পুজোতেও ভিজবে দক্ষিণবঙ্গ। উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর সময়েও। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট একটু কমেছে। আজ সোমবার উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকে দার্জিলিঙে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
