নিউজ ডেস্ক ::৯ বছর পরে আবার SSC-র ফল প্রকাশ হতে চলেছে অক্টোবরের শেষে। আবার কি সেই চাকরি বিক্রি নিয়ে উত্তাল হবে বাংলা? লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে শেষে সব নিয়োগ বাতিল হবে? এমন নানা প্রশ্ন পরীক্ষার্থী সহ নাগরিক মহলের। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। যার জেরে স্বাভাবিকভাবেই নানা মহলে মুখ পুড়েছিল শিক্ষা দফতরের। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিলও হয়ে যায় সেই প্যানেল। চাকরি খুইয়ে পথে বসেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। অবশেষে যোগ্য-অযোগ্য বাছাইয়ের পর্ব শেষ করে গত মাসেই নেওয়া হয় ফের পরীক্ষা। তবে পরীক্ষা তো হল, কিন্তু ফলাফল? ‘ভাগ্য পরীক্ষার’ ফলপ্রকাশ কবে? এসএসসি সূত্রে খবর, চলতি মাসেই হতে পারে ফলপ্রকাশ। নির্দিষ্ট ভাবে বললে, অক্টোবরের শেষ দিকে ৯ বছর পর নেওয়া এসএসসি-র ফলপ্রকাশের সম্ভবনা। এরপর নভেম্বর নাগাদ শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।
তবে সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, একেবারের ছক কষে নেমেছে এসএসসি দফতর। আর না নেমেই বা উপায় কি? সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ‘ডেডলাইনেই’ করতে হবে কাজ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ দিয়েছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই। এবার সেই নিয়ম মেনেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহকে ‘পাখির চোখ’ করেছে স্কুল সার্ভিস কমিশন। দুর্নীতির বেড়াজাল টপকে, হাজার বিতর্ক পেরিয়ে ৯ বছর পর নিয়োগ শুরু এসএসসি-র। বাতিল হওয়া ২০১৬ সালের প্যানেলে ‘অস্বচ্ছতা’ দেখা গিয়েছিল ওএমআর শিট ঘিরে। কেউ কেউ বলেন, নিয়োগ দুর্নীতিকে ঘিরে না পাওয়া উত্তরগুলোও হারিয়ে গিয়েছে ওই পুড়ে যাওয়া ওএমআর শিটের সঙ্গেই। তবে এবার আর সেই ‘অস্বচ্ছতা’ তৈরির কোনও পথ খোলা রাখতে চায় না শিক্ষা দফতর। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে উত্তরপত্রের কার্বন কপি। এখন দেখার আর কোন ফাঁক রইলো, যেখানে দিয়ে দুর্নীতি সম্ভব!
