নিউজ ডেস্ক ::সোমবার নির্বাচন কমিশন SIR ঘোষণার পরেই ময়দানে উঠেপড়ে লেগেছে বিরোধীরা। এদিকে SIR নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শাসক তৃণমূল। সেই পরিস্থিতিতেই পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “কমিশনের কাজ সঠিক সময়ে ভোটার তালিকা তৈরি করা। আর এই কাজে কোনওরকমের কোনও বাধা এলে, কমিশন সঠিক পদক্ষেপ করবে। বিএলও, বিএলও ২-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও কমিশনের। কিন্তু এক্ষেত্রে রাজ্যের তৎপরতা বিরোধী দলের থেকে অনেক বেশি। ৭ ফেব্রুয়ারির মধ্যে সূচি তৈরি হয়ে যাওয়া উচিত, তারপরই ভোট হবে। তা না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। ” যদিও শুভেন্দুর এই রাষ্ট্রপতি শাসন জারিকরাকে তীব্র ব্যঙ্গ করেছে তৃণমূল ও সিপিএম।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী বললেন, ৫ মের মধ্যে সরকার তৈরি না হলে জারি হবে রাষ্ট্রপতি শাসন। নির্বাচন কমিশনের সেই ক্ষমতা রয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে এমনই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বাংলায় রাষ্ট্রপতি জারি করার পক্ষে সওয়াল করেছেন শুভেন্দু। যখন SIR সম্ভাবনা নিয়ে বাংলায় সরগরম পরিস্থিতি, তখন শুভেন্দু দাবি করেছিলেন, SIR করতে না দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। বিরোধী দলনেতা আগেও মন্তব্য করেছিলেন, “ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বের হয়, তাহলে আপনা আপনি রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাজ্যপালের হাতে রাজ্য চলে যাবে।”
