নিউজ ডেস্ক ::এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রামের। শুক্রবার সকালে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ২৭ বছরের বিকাশ হালদার। তারপর রাতে তার দেহ ভেসে ওঠে স্থানীয় জলাশয়ে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, শুক্রবার সকালে কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিকাশ। সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়। কিন্তু তিনি বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন দুশ্চিন্তা শুরু করেন। এরপর পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা মিলে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন।
রাতের দিকে পাশের গ্রামে এক জলশয়ের ধরেই ধানক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়। খবর আসে বিকাশের বাড়িতেও। বাড়ির লোক দ্রুত সেখানে পৌঁছন। ঘটনাস্থলে এসে বিকাশের দেহ শনাক্ত করেন। হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। যুবকের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত নেশা করে জলে পড়ে গিয়ে আর উঠতে না পেরে মৃত্যু হয়েছে বিকাশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
