নিউজ ডেস্ক ::বার বার করে কিন্তু খবরের শিরোনামে চলে আসছে হরিদেবপুর। এবার সেই হরিদেবপুরেই চললো গুলো। ভয়ঙ্করভাবে আহত এক মহিলা।
জানাযাচ্ছে, ওই মহিলার নাম মৌসুমি হালদার। তাঁর বয়স ৩৮। তিনি হরিদেবপুর এলাকারই বাসিন্দা। তাই স্থানীয় লোকেরাই ঘটনার পর তাঁকে উদ্ধার করে। পরিবারের লোকেরাও দ্রুত উপস্থিত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে হরিদেবপুর এলাকার কালীপদ মুখার্জী রোড দিয়ে যাচ্ছিলেন মহিলা। তখনই পিছন থেকে বাইকে চেপে আসে দুই যবক। তারা মহিলার উপর গুলি চালায়। গুলি লাগার পরই মাটিতে পড়ে যান মৌসুমি। তখন স্থানীয়রা এগিয়ে আসে। খবর যায় পরিবারের কাছে। স্থানীয়রা এবং পরিবারের লোকজন মিলেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও এর পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে বলেই তাদের মত।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলার পূর্ব পরিচিত এক যুবকই গুলি চালিয়েছে। সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে এই ঘটনার পিছনে। তবে এখনই এই নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বরং পুলিশ তদন্ত করছে। তারপরই সত্য সামনে আসবে। তবে সপ্তাহের প্রথমদিনই কলকাতার বিজয়গড়ে এই ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা। অনেকেই নিরাপত্তহীনতার দাবি তুলেছেন। যদিও পুলিশ বা প্রশাসন এই সব বিষয় নিয়ে মুখ খোলেনি।
