নিউজ ডেস্ক ::মঙ্গলবার সন্ধ্যায় আবার এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটে ছত্তিশগড়ের বিলাসপুরে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১। আহত অন্তত ২০। দুর্ঘটনার পর থেকেই ওই লাইনে বহু ট্রেন বাতিল হয়েছে। দেরিতে চলছে বহু ট্রেন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনার পিছনে লোকাল ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে পণ্যবাহী ট্রেনের পিছনের দিকে ধাক্কা দেওয়াতেই ঘটে যায় বিপর্যয়। দুর্ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও সামনে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে মালগাড়িতে ধাক্কা মেরে কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে যাত্রীবাহী ট্রেনটির একটি অংশ। একেবারে দুমড়েমুচড়ে যায় ট্রেনের প্রথম কামরাটি। শুধু তাই নয়, বেশ কয়েকটি বগিও লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে।
এই দুর্ঘটনা দেখে অনেকেই ওড়িশার বালেশ্বরে করমণ্ডলের এক্সপ্রেস দুর্ঘটনার মিল পাচ্ছেন। একের পর এক ট্রেনের সংঘর্ষের একেবারে লাইন থেকে ছিটকে যায় ট্রেনের একাধিক কোচ। বহু মানুষের মৃত্যু হয়।দুর্ঘটনার পরই রেলের উদ্ধারকারী দল, আরপিএফ কর্মী এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। আপৎকালীন চিকিৎসা দল আহতদের প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয়। এরপর রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযান তদারকির জন্য ঘটনাস্থলে পৌঁছে যান।
