‘SIR’ নিয়ে বিজেপির বিশেষ হেল্পলাইন

নিউজ ডেস্ক ::দিন তিনেক হলো বাংলায় চালু হয়েছে SIR এর কাজ। তা নিয়ে বিতর্ক সমানে চলেছে। তা নিয়ে অনেকেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা করার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিজেপি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় ভোটারদের মধ্যে ডকুমেন্টেশন এবং যাচাইকরণ প্রক্রিয়া সম্পর্কে উদ্বেগের খবরের কারণেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। SIR সংক্রান্ত যে কোনও সমস্যায় সাহায্যের জন্য জেলায় জেলায় এই হেল্প লাইন চালু করা হয়েছে। সকাল ৯ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত SIR সংক্রান্ত যে কোনও সমস্যায় সাহায্যের জন্য আপনারা নিজের জেলার হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। বিজেপির লক্ষ্য এই হেল্পলাইনের মাধ্যমে জনসাধারণকে সরাসরি সহায়তা দেওয়া এবং প্রযুক্তিগত বা ডকুমেন্টেশন সমস্যার কারণে কোনও যোগ্য ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করা। এসআইআর সংক্রান্ত যে কোনও সমস্যায় ০৮০৬৫৯০৭৪৫৪ নম্বরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফোন করে সহায়তা চাওয়া যাবে।

এ ছাড়াও জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলাতেই এই নম্বর চালু করা হয়েছে। এই হেল্পলাইনটিও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে নাগরিকরা তাঁদের অসুবিধা বা এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত নানা তথ্য জানতে পারবেন। দলের এই উদ্যোগ ভোটারদের এসআইআর প্রক্রিয়াটি বুঝতে এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পূর্ণ করতে সহায়তা করবে। উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চালু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *