নিউজ ডেস্ক ::ট্রাম্পের বক্তৃতাকে সম্পাদনা করে প্রকাশ করায় ব্যাপক খেপেছে ট্রাম্প।এর জন্য বিতর্কিত অংশ বাদ দিয়ে নতুন করে সম্পাদনাও করা হয়েছে বলে জানা গিয়েছে সংস্থা সূত্রে। বিবৃতি দিয়ে ক্ষমাপ্রার্থনার পাশাপাশি সংস্থার চেয়ারম্যান সমীর শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে, বিবিসি ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে আন্তরিকভাবে দুঃখিত। একইসঙ্গে বিবিসি এও জানিয়েছে যে এর জন্য ট্রাম্প ১০০ কোটি ডলার যে ক্ষতিপূরণের দাবি করেছেন, তাতে অরাজি ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন। ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক তথ্যচিত্র ঘিরে। তাতে দেখা গিয়েছে, ২০২১ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশের পর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা হয়। অভিযোগ, উত্তেজিত জনতা হামলা চালিয়েছিল।
তবে আঙুল ওঠে সে বছর নির্বাচনে সদ্য পরাজিত তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। বিবিসির ট্রাম্পকে যে তথ্যচিত্র সম্প্রচার করেছে, তাতে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পকে কার্যত ‘ভিলেন’ প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ। সেসময় ট্রাম্পের ভাষণ এমনভাবেই সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হয়, ওই হামলায় প্রত্যক্ষ উসকানি ছিল তাঁর। আর এখানেই আপত্তি হোয়াইট হাউসের। প্রেস সচিবের দাবি ছিল, এভাবে মার্কিন প্রেসিডেন্টের ভাবমূর্তি কালিমালিপ্ত করা হয়েছে।
