রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে কটূক্তি বিজেপি নেতার

নিউজ ডেস্ক ::বীরসা মুন্ডার সার্ধশতবর্ষর অনুষ্ঠান চলেছে দেশের বিভিন্ন প্রান্তে। চলেছে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। তেমনই এক অনুষ্ঠান থেকে রামমোহন রায়কে তীব্র ব্যঙ্গ করলেন মধ্য প্রদেশের বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী ইন্দর সিং পারমার। এমন মন্তব্যের প্রতিবাদে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি।’ মধ্যপ্রদেশে বিরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পারমার দাবি করেন, ব্রিটিশরা তাদের এজেন্ডা পূরণের জন্য ‘ভুয়ো সমাজ সংস্কারক’ তৈরি করেছিল। তাঁদের মধ্যে একজন রাজা রামমোহন রায়। তিনি বলেন, “রাজা রামমোহন রায় ব্রিটিশ এজেন্ট ছিলেন। তিনি দেশে ইংরেজদের দালাল হিসেবে কাজ করতেন। ধর্মান্তরণের জন্য চক্র শুরু করেছিলেন।” সেই সঙ্গেই তিনি বলেন, “যদি কেউ এটি বন্ধ করার ও উপজাতি সমাজকে রক্ষা করার সাহস করে থাকেন তবে তিনি ছিলেন বিরসা মুন্ডা।”

মন্ত্রী আরও দাবি করেন ব্রিটিশ আমলে মিশনারি স্কুলই ছিল একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ধর্মান্তরণের জন্য শিক্ষাকে ব্যবহার করত। তিনি বলেন, “বিরসা মুন্ডা তাঁর সম্প্রদায়কে রক্ষা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিশনারি শিক্ষা ত্যাগ করেছিলেন।” মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের পর ঝড় দেশজুড়ে। বাংলার মনীষীদের অপমান নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী লিখেছেন, ‘আমার রাম রামমোহন, আমার ঈশ্বর বিদ্যাসাগর, আমার ঠাকুর রবীন্দ্রনাথ। তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *