আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার সার্ধশতবর্ষে সন্দেশখালিতে তিনদিন ধরে ‘জোহার মেলা’

নিউজ ডেস্ক ::সারা বাংলা জুড়ে মহা ধুমধাম করে পালিত হচ্ছে বীরসা মুন্ডার সার্ধশতবর্ষের জন্মদিন। তারই অংশ হিসাবে মেলার আয়োজন করা হয়েছে সন্দেশখালিতে। দেশের বীর স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী আন্দোলনের পথিকৃত বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠিত হল সুন্দরবনের সন্দেশখালিতে। আদিবাসী সমাজকে মূল স্রোতে আনার সংগ্রাম থেকে ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব বিরসা মুন্ডা আজও আদিবাসী আবেগের এক অম্লান প্রতীক। সেই বীরের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তিন দিনব্যাপী অনুষ্ঠান ও ‘জোহার মেলা’র আয়োজন করে সন্দেশখালি ২নং ব্লক ও পঞ্চায়েত সমিতি।
অনুষ্ঠানের সূচনা হয় সন্দেশখালি সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরের প্রাঙ্গণে। বিডিও অফিস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেখানে ঝুমুর, পাতা নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় আদিবাসী ঐতিহ্য। স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে।

মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই চোখে পড়ে বিরসা মুন্ডার জন্ম, সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস তুলে ধরা তথ্যচিত্র। পাশাপাশি আদিবাসী শিল্পীদের হাতের তৈরি শিল্পকর্মের একাধিক স্টল দেখা মেলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক (কোষাগার) কাজল কুমার রায়, বসিরহাট মহকুমা শাসক জসলিন কৌর, সন্দেশখালি ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত, বিধায়ক সুকুমার মাহাতোসহ বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়ে। সন্দেশখালি ২ ব্লকের মনিপুর, খুলনা, জেলিয়াখালি, দূর্গামণ্ডপ, সন্দেশখালি সহ বিভিন্ন দ্বীপের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই মেলায় উপচে পড়া ভিড় করেন। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বহু পরিবারের জীবিকার স্বপ্নও জড়িয়ে ছিল এই মেলাকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *